Guess The Case
Atlas: From Holding the Sky to Holding Human Anatomy
AnatomyLearningMiscellaneous

Atlas: From Holding the Sky to Holding Human Anatomy

Dec 12, 2024
3 min read
0 views

Atlas ও গ্রিক মাইথোলজি:

অনেক আগের কথা। পৃথিবী তৈরি হওয়ার পর এক দল শক্তিশালী দেবতা ছিল – এদের বলা হতো “টাইটান” (Titan)। এই টাইটানদের ভিতরেই একজনের নাম ছিলো Atlas। আর টাইটানদের রাজা ছিলেন ক্রোনোস (Cronus)। ক্রোনোস-এর ছেলে ছিলো – জিউস (Zeus)।

এক সময় জিউস ও তার ভাইবোনেরা টাইটানদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এই যুদ্ধকে বলা হয় “টাইটানোম্যাকি” (Titanomachy)।

দশ বছর ধরে চলা এই যুদ্ধে অবশেষে জিউস ও তার দল জয়ী হয় এবং টাইটানরা হেরে যায়। যেহেতু Atlas ছিলেন একজন টাইটান এবং জিউসের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, তাই জিউস তাকে শাস্তি হিসেবে চিরকাল “আকাশ (sky)” কাঁধে বহন করার দায়িত্ব দেন।

এজন্য আমাদের ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রাকে Atlas নাম দেয়া হয়েছে, কেননা এটা আমাদের মাথাকে বহন করে।

1595 সালে বিখ্যাত মানচিত্রবিদ Gerardus Mercator একটি মানচিত্রের বই তৈরি করেন এবং সেই বইয়ের নাম রাখেন “Atlas” – কারণ, বইয়ের প্রথম পাতায় আঁকা ছিল সেই দেবতা আটলাস, যিনি কাঁধে আকাশ বহন করছেন। তখন থেকে “atlas” শব্দটি মানচিত্রের বই বা সংগ্রহ বোঝাতে ব্যবহৃত হয়। Atlas মানে যেমন মানচিত্রের সংগ্রহ, ঠিক তেমনি Anatomy Atlas মানে শরীরের বিভিন্ন অংশের চিত্র বা নকশার সংগ্রহ(Collection)।

Anatomy Atlas Book:

Anatomy Atlas বই হিসেবে তিনটা বই প্রচলিত,

  1. 1.
    Netter Atlas,
  2. 2.
    Thieme Atlas,
  3. 3.
    Rohen’s Photographic Atlas

Netter টায় মূলত হাতে আঁকা চিত্র (by Dr. Frank H. Netter), বিপরীতে Thieme Atlas এ ডিজিটালি রেন্ডার্ড ও রিয়েলিস্টিক চিত্র। আর Rohen এ সরাসরি ক্যাডাভারের চিত্র। Anatomy পড়ার ক্ষেত্রে আমাদের জন্য Netter টাই বেস্ট, চাইলে Thieme আর Rohen পিডিএফ থেকে দেখতে পারো। বা Thieme টাও মেইন এটলাস হিসেবে ব্যবহার করা যায়, ক্লিনিকাল আর সার্জারি ওরিয়েন্টেড। এছাড়া Kenhub এর ভিডিও আর ফিগার গুলোও ভিজ্যুলাইজেশনের জন্য দারুণ। গুগলে সার্চ করলে বা ইউটিউবে সার্চ করলে প্রথমেই কেনহাবের ভিডিও বা ফিগার আসে। ভিডিও সম্পূর্ণ না পেলে আমাদের ওয়েবসাইটে খুজে দেখতে পারো, সব ভিডিওগুলো সম্পূর্ণ দেয়া আছে।

Anatomy Atlas App:

ডাক্তার হতে গেলে Anatomy পড়ার সবচেয়ে আইডিয়াল আর সফিস্টিকেটেড ওয়ে হচ্ছে Human Body বা Cadaver থেকে দেখে দেখে পড়া, ভিজুয়ালাইজ করা, উলটে-পালটে বিভিন্ন এঙ্গেল থেকে, ভিউ থেকে দেখা। কিন্তু আমাদের দেশে ভালো প্রিজার্ভেশন সিস্টেম না থাকায় Cadaver এর অবস্থা খুব বেশি ভালো থাকে না। এনাটমি পড়ার জন্য Human Body কে plastination করে সংরক্ষণ করতে হয়, যাতে একেবারে হুবুহু প্রেজার্ভড থাকে। আমাদের দেশে ইনফ্রাস্ট্রাকচার না থাকায় এটা সম্ভব না।

আরেকটা উপায় হচ্ছে Atlas App ব্যবহার করা। এখানে ভার্চুয়ালি 3d মডেল থাকে যা দেখে পড়লে সুবিধা হয়। Atlas এর জন্য বেস্ট এপ হচ্ছে “Complete Anatomy”। Anatomy র বাইবেল কোনটি এই প্রশ্ন যদি কোনো মেডিকেল শিক্ষার্থীকে জিজ্ঞাসা করা হয়, এর উত্তর নিঃসন্দেহে হবে Gray’s Anatomy। কিন্তু এটা এতোই Vast যে আন্ডারগ্রেডে বাংলাদেশে পড়ানো হয় না। এই Gray’s Anatomy র পাব্লিশার হচ্ছে Elsevier। এছাড়া Netter Atlas, Guyton & Hall Physiology, Robbins Pathology, Davidson এই ধরনের গোল্ড স্টান্ডার্ড বই গুলোর পাব্লিশারও Elsevier। Elsevier এর একটা সাবসিডিয়ারি 3D4Medical তৈরি করেছে এই Complete Anatomy App।

Image

কিন্তু এটার ফ্রি ভার্সনে সব এক্সেস করা যায় না। আর সাবসক্রিপশন ফিও বেশ বেশি সাথে ডুয়েল কারেন্সি কার্ড না থাকায় সাবসক্রিপশন নেয়া সম্ভব হয়ে ওঠে না সবার জন্য। তবে নতুন একাউন্ট খুললে তিনদিনের ট্রায়াল দেয় প্রিমিয়াম যা দিয়ে সব কিছু এক্সেস করা যায়। টেম্প মেইল দিয়ে ট্রায় করে দেখতে পারো নতুন একাউন্টের জন্য। Play Store বা App Store এ সার্চ করলে পেয়ে যাবে Complete Anatomy App টি।।

Complete Anatomy কোনো কারণে না চললে Visible Body Anatomy Atlas টা ট্রায় করে দেখতে পারো, যদিও Complete Anatomy র মতো ডিটেইলস নাই এতে, তবে একেবারে ফেলনাও না। আমাদের গ্রুপে এর প্রিমিয়াম ভার্সন পেয়ে যাবে।

আরেকটা সোর্স আছে, Acland Anatomy DVD, উপরে যে plastinated বডির কথা বললাম, এই ভিডিও গুলো plastinated body তে বিভিন্ন স্ট্রাকচার ডেমোনেস্ট্রেট করে বানানো, তবে বেশ পুরোনো। আমাদের অনলাইন ক্লাসের পোস্টে.. এই ভিডিওগুলোর লিঙ্ক দেয়া আছে।

HomeClassAI BookPostsQB Archive