Guess The Case
কচিকাঁচাদের Radiology: for 1st prof!!!
AnatomyRadiology

কচিকাঁচাদের Radiology: for 1st prof!!!

Dec 12, 2024
1 min read
0 views

সাদা-কালোর দুনিয়াও যে কালারফুলের থেকেও অনেক বেশি ইন্টারেস্টিং হতে পারে, রেডিওলোজি তার উত্তম উদাহরণ। সাদা-কালো ছবি গুলো ডিকোড করতে পারলেই কি সুন্দর দেহের ভিতর কি আছে, কিভাবে আছে, ভালো আছে নাকি খারাপ আছে সব বোঝা যায়, Disease Diagnosis করা যায়। যদিও Disease Diagnosis করা ১ম-২য় বর্ষের কাজ নয়। কিন্তু একটা এক্সরে, MRI বা CT Scan কিভাবে ডেস্ক্রাইব করতে হবে, নিউ কারিকুলামে এটা ভালোই গুরুত্ব পেয়েছে। আগে যদিও শুধুই এক্সরে ছিলো, নতুন করে MRI ও CT Scan যোগ করা হয়েছে। তো এই সাদা কালোর দুনিয়া ডেস্ক্রাইব করা তো সহজই, কিন্তু কোনটা কেন সাদা হলো বা কেন কালো হলো বা আমাদের Chest X-ray র ক্ষেত্রেই কেন আমরা PA ভিও নেই, AP নিলে কি সমস্যা হতো, Suprex-Infrex এর সব জয়েন্টস এর টাইপ সহ কমন কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা আছে এই ছোট্ট পিডিএফটিতে:

ডাউনলোড করুন:

Download
HomeClassAI BookPostsQB Archive