Anatomy Resources:
- 1.Anatomy Online Class
(“Subject wise best lectures” আর “Anatomy Lectures” সেকশনে দেয়া আছে এনাটমির সব।) - 2.Anatomy Books & Guides.. (Pin Post)
- 3.
- 4.
- 5.
- 6.
- 7.
- 8.
- 9.
- 10.
- 11.
Anatomy Guideline
General Anatomy:
General Anatomy নর্মালি আমরা শুধুমাত্র টার্ম বা প্রফের আগে পড়ি, কারণ শুধুমাত্র টার্ম বা প্রফের রিটেনেই General Anatomy থেকে প্রশ্ন আসে। কার্ডের রিটেনে আসে না তাই আর পড়া হয়না। তবে একেবারে শুরু থেকেই অল্প অল্প(যেমন Bones বা Muscle এর জেনারেল এনাটমি) পড়ে রাখা ভালো, তাহলে গ্রস পড়তে সুবিধা হয়, আর আইটেম বা কার্ডের ভাইবাতেও অনেক সময় অনেক ম্যাম এসব ব্যাসিক থেকে প্রশ্ন করে বসেন আর প্রশ্নগুলো পারলে ভালো মার্ক্স পাওয়া যায়।
- 1.General Anatomy র জন্য একটা বইই লাগবে তা হচ্ছে, AK Datta। এটাই মেইন টেক্সট বই, গোল্ড স্টান্ডার্ড আর অথেন্টটিক। সকলের কাছে গ্রহণযোগ্য আর অনেক সহজ ভাবে লেখা। এটা পড়লেই ইনাফ, এর বাইরে আর কিছু লাগবে না, সুন্দর করে গুছানো সব কিছু এতেই। Vishram Singh এর ফিগার গুলো ভালো, দেখতে ইচ্ছা করলে পিডিএফ থেকে দেখতে পারো।
- 2.Guide
(এক্সাম এর আগে প্রশ্নগুলো গাইড বা কোশ্চেন ব্যাঙ্ক থেকে দেখতে হয় কি প্রশ্ন আসে এটা দেখতে)
Gross Anatomy:
Gross Anatomy র সমস্যা একটাই, সিলেবাস হিউউউউউজ। বর্তমান নতুন কারিকুলামে আবার ক্লিনিকাল এনাটমির উপর বেশ জোড় দেয়া হয়েছে।
A) গ্রস এনাটমির সব কিছুর জন্য (নিউরো বাদে)
Books:
- 1.AK Datta
(নিউরো এনাটমি বাদে বাকি সব গুলা কার্ডের জন্য AK Datta র টাই স্টান্ডার্ড বই, এটাই পড়তে হবে গ্রসের জন্য। তাছাড়া প্রফে যেসব প্রফেসর স্যার ম্যামরা এক্সাম নেন, তারা এটা থেকেই এনাটমি পড়েছেন, তাই তারা শুধু এটার রেফারেন্সই এক্সেপ্ট করেন। তবে, ফিগার আর ক্লিনিকাল vishram singh থেকে পড়তে হবে। Vishram এর ফিগার গুলো সুন্দর আর আঁকাও ইজি। AK Datta থেকে গ্রস পড়ার পরে vishram singh এর ক্লিনিকাল বক্স গুলো দেখে নিবা, কারণ রিটেনে ক্লিনিকাল প্রশ্ন আসে, সাথে ভাইবাতে তো ধরেই। এছাড়া সময় পেলে Snell’s Clinical Anatomy বা Moore’s Anatomy থেকেও ক্লিনিকাল এনাটমি দেখতে পারো। আবার ভাইবা কার্ডের প্রশ্নে যদি এমন কিছু থাকে যেটা Datta বা Vishram এ পাওয়া যাচ্ছে না, লাস্টে মেনশন করা দুইটা বইয়ের পিডিএফে খুঁজে দেখতে পারো।
আরেকটা বহুল প্রচলিত বই আছে BD Chaurasia, তবে আমাদের DMC তে স্যার ম্যামদের শুধু AK Datta আর Vishram ই পড়াতে দেখেছি, সিনিয়র বা ক্লাসমেট কাউকে BDC পড়তে দেখি নাই। অন্য কিছু মেডিকেলে হয়তো পড়ায়।) - 2.Guide
(Written পরিক্ষার আগে গাইড পড়তেই হয়। টেক্সটবই পড়ে আউটপুট দিতে পারবা না। গাইড মেইনলি কলেজওয়াইজ চলে, সিনিওররা যেটা পড়ে ওটাই। আমরা Arif Anatomy টা পড়েছি। Creation anatomy র প্রেজেন্টেশন টা সুন্দর আর গোছালো, দেখতে পারো। আর যে গাইডই পড়ো এক্সট্রা ইনফো গুলো গাইড বইয়ের পাশে নোট করে রাখলে পরিক্ষার আগে খুব অল্প সময়ে রিভিশন দেয়া যায় আর একটা বই পড়লেই হয়ে যায়।
আরেকটা Dilemma আছে আইটেমের আগে গাইড পড়বো নাকি মেইন বই পড়বো, এই সেকশনের নিচে এর উত্তরটা দেয়া আছে।)
Gross Anatomy Videos:
ভিডিও দেখার পর বই পড়লে ইজিয়ার লাগে, তাই আমি ভিডিও দেখে ওভারল আইডিয়া নিয়ে তারপর বই পড়তাম। গ্রস এনাটমির জন্য ভিডিও ক্লাস দেখতে চাইলে Dr Azam এর টা দেখতে পারো, এনাটমি যে মোটেই বোরিং সাব্জেক্ট না, উনার ক্লাস করলেই বুঝতে পারবা, তুমি যতই এনাটমি হেইট করো না কেনো! এছাড়া বাংলায় We like Anatomy টাও ভালো, এর স্লাইড আমাদের গ্রুপে পেয়ে যাবা। Chandona Sorcar Ma’am এর টাও ভালো আর কনসাইস, অল্প সময়ে প্রায় সব ইনফরমেশনই বলেন যা যা এক্সামে লাগে।
আর ভিসেরার ডেমোর জন্য Noorjahan Tania আপুর ইউটিউব চ্যানেল সেরা। যেভাবে টিচারদের কাছে প্রেজেন্ট করতে হয় উনি ঠিক ঐভাবেই ভিসেরা ধরে ধরে ভিডিওগুলো বানিয়েছেন। এছড়া Callosum BD ও দেখতে পারো।
আর Bones পড়ার জন্য Dr Viren Kariya র চেয়ে ভালো কেউ নাই, ইউটিউবে পাবা, যে Bones পড়বা, নাম লিখে সার্চ দিবা।
B) নিউরো-এনাটমির জন্য
Books:
- 1.Vishram Singh’s Neuro-Anatomy
(এটাই পড়ে সবাই, টিচাররাও এটাই রেকোমেন্ড করেন। তবে কিছু জিনিস স্নেল থেকে কারেকশন করে নিতে হয়, টিচাররাই বলে দেন।) - 2.Snell’s Neuro-Anatomy
(Gold-Standard Book for NeuroAnatomy) - 3.For exam, Guide
Videos:
নিউরোর ভিডিওর জন্য Dr Najeeb সেরা। কিন্তু অনেক vast, দেখে শেষ করা কঠিন, সময় পেলে অবশ্যই Dr Najeeb দেখবা। এছাড়া Dr Azam এর টা দেখতে পারো, ভালো আছে। আশফাক স্যার We like Anatomy তে নিউরোর ভিডিও পাব্লিক করেন নাই। তবে Dr Viren kariya র একটা প্লেলিস্ট আছে, ব্রেইনের ভিসেরা দেখিয়ে ডেমোনেস্ট্রশন করা, ওটা দেখতে পারো।
Watch Dr Azam’s Video Click Here..
Watch Viren Kariya’s Neuro Videos: Click Here..
এছাড়া গ্রস পড়ার সময় Visualization এর জন্য টেক্সটবই এর পাশাপাশি Atlas বই বা App দেখলে পড়তে সুবিধা হয়। Netter Atlas বই আর Complete Anatomy App এই দুইটা বেস্ট। Atlas র ব্যাপারে বিস্তারিত জানতে এই পোস্টটি পড়তে পারোঃ Atlas: From Holding the Sky to Holding Human Anatomy
আর PG র জন্য চাইলে Lumley’s Anatomy MCQ.. বইটা দেখতে পারো।
আইটেমের আগে গাইড পড়বো নাকি বই পড়বো?
মেডিকেল লাইফে আইটেম টাই সবচেয়ে ছোট পরিক্ষা। এটাতেই কেবল টেক্সটবই পড়ার সুযোগ থাকে, কার্ড বা টার্মের আগে মূলবই পড়ার সুযোগ কমই পাবা। তাই আইটেমে ওভারঅল মেইনবই পড়াই রেকোমেন্ড করবো। তবে সাব্জেক্ট ওয়াইজ যদি বলি,
Anatomy র জন্য আইটেমে গাইড পড়ার কোনো প্রশ্নই আসে না। মেইন বই থেকেই পড়তে হবে।
Biochemistry র জন্য একটাই বই পড়া লাগে তা হচ্ছে ABC, ইউনিভার্সাল বই। গাইড + টেক্সবুকের মাঝামাঝি একটা বই, সুন্দর, সহজ, সাবলীল, এক কথায় মাখন একটা বই। তাই এখানেও গাইড লাগবেনা। জাস্ট ABC পড়লেই ইনাফ। তবে, এখানে লেকচার স্লাইড গুলো পড়তে হবে। কোনো এক্সট্রা ইনফো পেলে ABC তে লিখে রাখবে। Food & Metabolism টা লিপিনকট থেকে পড়তে পারো।
Physiology তে ঝামেলা বাধে, গাইটন পড়বো নাকি গাইড পড়বো। এটার সহজ সল্যুশন হচ্ছে, টাইম থাকলে গাইটন পড়বা, নাহলে গাইড। সাথে লেকচার স্লাইড। তবে কিছু কার্ড যেমন GP, Endocrine এইগুলোতে যদি সময়ের অভাবে গাইড পড়েই আইটেম দেয়া লাগে, পরে সময় পেলে চেষ্টা করবে গাইটনটাও পড়ে ফেলার।
Histology:
আমাদের K-79 যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, আমাদের ডিপার্টমেন্ট হেড Prof Dr Segupta kishwara ম্যাম হিস্টোলজির ব্যাপারে ছিলেন খুবই স্ট্রিক্ট। আমাদের অবস্থা ছিলো, “হিস্টোলজির কারণে, ভয় পাইনা মরণে!”
যাইহোক, বর্তমান কারিকুলামে হিস্টোলোজির উপর অনেক গুরুত্ব দেয়া হয়েছে, ভাইবা কার্ড দেখলে বুঝবে, অনেক অ্যাটিপিকাল প্রশ্নও আছে, যেগুলা টেক্সট বই বাদে অন্য কোথাও পাওয়া যায় না। তাছাড়া ভাইবাতেও ভালো মার্ক্স ক্যারি করে।
হিস্টোলজির জন্য একটা বইই লাগবে তা হচ্ছে,
- 1.Selim Reza
(আন্ডারগ্রেডে হিস্টোলজির টেক্সটবই Junqueira হলেও খুব বেশি ইনফরমেটিভ না বইটা। পরিক্ষায় আউটপুট দিতে পারবানা এটা পড়লে, খুব বেশি জানাও যায় না। আর হিস্টোলজির জন্য ইনফরমেটিভ বই হচ্ছে Ross, কিন্তু বইটা এতোই ডিটেইলসে লেখা যে আন্ডারগ্রেডে পড়ার মতো না, পড়া উচিৎও না। এই দুইয়ের মাঝামাঝি হচ্ছে selim reza। সাথে গাইডের মতো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নও দেয়া আছে এতে, মানে টেক্সটবই আর গাইডের মিশ্রণ বলা যায়। তাই এটা পড়লেই ইনাফ। আর সাথে কলেজের Lecture Slide পড়তে পারলে বেটার।) - 2.Junqueira এবং diFiore’s Atlas
(Junqueira টা মেইন বই তবে খুব বেশি ইনফরমেটিভ না। আর difiore’s থেকে যেসব ফিগার লাগে, ঐ ফিগারগুলো নিয়ে একসাথে আলাদা একটা পার্টে দেয়া আছে সেলিম রেজাতে। তাই এই বইগুলো কেনার দরকার নাই, উৎসাহী হলে কলেজ লাইব্রেরি থেকে নিয়ে দেখতে পারো।) - 3.Ross
(এটা হচ্ছে ইনফরমেটিভ বই, অনেক অ্যাডভান্স, আন্ডারগ্রেডে সব লাগেনা, হয়তো অল্প কিছু প্রশ্নের জন্য লাগতে পারে। পিডিএফ বা কলেজ লাইব্রেরি থেকে দেখতে পারো।) - 4.For lucky slide and drawing, check our pdf from our group pin post.
(এর জন্য ভালো কোনো ভিডিও সোর্স নাই। কলেজের লেকচার ক্লাসে মনোযোগ দেয়ার পরামর্শ রইলো)
Anatomy র ফিগারের জন্য কি করবো?
Anatomy পরিক্ষায় পাশ করার জন্য বা ভালো করার জন্য ফিগার এর গুরত্ব কত বেশি সেটা আশা করি আর বলতে হবেনা। যেকোনো প্রশ্নে রিলেভেন্ট একটা ফিগার থাকলে টিচারদের কাছে ইম্প্রেশনই চ্যাঞ্জ হয়ে যায়। কিন্তু সমস্যা হচ্ছে, ফিগার আঁকা অনেক বেশি টাইম কঞ্জিউমিং আর সবার আর্টের হাত ভালো না। But Remember, Practice makes a man perfect. তাই পড়ার সময় বা পরিক্ষার আগে পরিক্ষার খাতায় এক্সাক্টলি যে ফিগারটা আঁকবে তা প্র্যাক্টিস করে নিবে যেন 2 মিনিটের ভিতর আঁকতে পারো। ভেইন (নীল), আর্টারি (রেড), লিম্ফ (গ্রীন) আর নার্ভ (ইয়েলো) এই কালারকোড গুলো ঠিক রাখবে।
ফিলাপ করতে তো সময় লাগে, এই সমস্যা কিভাবে সলভ করবো?
ফিলাপ করার দরকার নাই, জাস্ট আউটলাইনটা ঐ কালার দিয়ে আঁকলেই ইনাফ।
কোন পেন্সিল ইউস করবো?
Domes এর পেন্সিল গুলো ভালো, এইগুলো ইউস করতে পারো। এর ভিতর 2B পেন্সিল একটু ডার্কার, কিন্তু সহজে ছড়ায়ে যায় আঁকার সময়, দেখতে ভালো লাগেনা। এজন্য আমি পার্সোনালি HB পেন্সিল ইউস করতাম কারণ HB টা অনেক শার্প আউটলাইন দেয়। এছাড়া মেকানিকাল পেন্সিলও ট্রায় করে দেখতে পারো, যদিও দাম বেশি। যেটা তোমার জন্য সুইটেবল, আঁকতে সুবিধা হয়, দেখতে ভালো লাগে ঐ অনুযায়ী চুজ করবা।
Embryology:
এনাটমির branch গুলোর ভিতর এটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগে আমার কাছে। আমি কিভাবে বেড়ে উঠেছি, বিবর্তনের ধারা, একটা রোগের সাথে এর সাথে এর উৎপত্তিগত সম্পর্ক সব ধরনের জিনিসই আছে এখানে। নতুন কারিকুলামে ক্লিনিকাল এম্ব্রায়োলজির উপর ভালোই জোড় দেয়া হয়েছে, ভাইবা কার্ড দেখিও। Langman আর Moore এ পাবা সব ক্লিনিকাল জিনিসপত্র।
- 1.আমাদের সময় DMC তে Embryology র ক্লাস নিতেন মোস্তফা কামাল স্যার। স্যারের Lecture Slide ই ইনাফ ছিলো আমাদের জন্য। Langman পড়তে পারলে ভালো, তবে পড়তে না পারলে চন্দনা ম্যামের easy embryology টা পড়তে পারো। অনেক সহজ ভাষায় লেখা সব কিছু। তবে ফিগারগুলো Langman থেকে দেখবে বা আঁকবে। আরেকটা বই আছে, Moore’s Embryology, ক্লিনিকালের জন্য এটাও দেখতে পারো Langman এর পাশাপাশি, যদি সময় হয়। Moore’s Embryology থেকে আমি gut rotation এর পার্টটুকু পড়েছিলাম আর ফিগার দেখেছিলাম। বেশ ভালোভাবে দেয়া এই পার্টটুকু। এছাড়া Vishram Singh এর সিস্টেমিক Embryology টাও বেশ ভালো।
(Embryo র ভিডিও দেখতে চাইলে জেনারেল, সিস্টেমিক দুইটাই Dr Azam এর থেকে দেখিও। Dr Najeeb ও ভালো, কিন্তু কমপ্লিট না। আর সাথে ইউটিউব থেকে বা আমাদের ওয়েবসাইট থেকে এনিমেশন দেখতে পারো। এনিমেশন না দেখলে বই পড়ার সময় কি পড়তেছো ভিজুয়ালাইজ করতে পারবা না সহজে।)
Watch Dr Azam’s Video: Click Here..
Practical Part:
প্রফের প্র্যাক্টিকাল পার্ট অনুযায়ীই বলি, তাহলে কার্ড বা টার্মও কভার হয়ে যাবে এর ভিতর।
আগের কারিকুলাম থেকে বেশ কিছু জিনিস যোজন-বিয়োজন করা হয়েছে নিউ কারিকুলামে। তাই প্রথমে প্র্যাক্টিকাল এক্সামে যে কার্ড তোলানো হয় তার একটা স্যাম্পল দিয়েই শুরু করিঃ
Anatomy Practical
তো দেখতেই পাচ্ছো যে প্রাক্টিকাল পরিক্ষা 6 টা পার্টে হয়।
- 1.OSPE (১৫ টা স্টেশন ২ মার্ক করে = ৩০ মার্ক)
- 2.Dissection ( ১০ মার্ক)
- 3.Surface Anatomy (১ টা বড় কোনো স্ট্রাকচার + একটা পয়েন্ট = ১০ মার্ক)
- 4.Radiology (একটা X-Ray+একটা CT/MRI = ১০ মার্ক)
- 5.Lucky slide (জাস্ট আইডেন্টিফাইং পয়েন্টস = ৫ মার্ক)
- 6.Study of figure / Explanatory figure ( ৫ মার্ক)
(সাথে histology র প্রাক্টিকাল খাতায় থাকে ৫ মার্ক)
প্রতিটা পার্ট আলাদা ভাবে এক্সপ্লেইন করি এবার।
আরেকটা কথা কোন কোন টপিক আছে এটা দেখাতে Board I আর Board II শব্দ দুইটা ব্যবহার করেছি। প্রফে আসলে দুইটা Viva board থাকে। Board-I এ পরিক্ষা হয় Thorax, CNS-Eyeball আর Head-Neck এর, এবং Board II তে পরিক্ষা হয় Abdomen, Suprex আর Infrex এর। আরো কিছু ছোট টপিক আছে এইগুলোর সাথে। ঐগুলো প্রফ প্রেপারেশনে আলোচনা করে হবে।
1. OSPE:
১৫ টা স্টাশন থাকবে, প্রতিটা ২ মার্ক এবং ২ মিনিট করে টোটাল ৩০ মার্কস ৩০ মিনিটের পরিক্ষা। এই PDF টা দেখতে পারো প্রশ্নের জন্যঃ
https://drive.google.com/open?id=1-hw4fDewFfNPaXtGFHSK_2EokEtlW8hS&usp=drive_fs
আর আগের কারিকুলাম এর থেকে নতুন যোগ হয়েছে procedure station. প্রশ্নে কোনো একটা Movement বা এক্সামিনেশন করে দেখাতে বলতে পারে। তারপর ঐ রিলেটেড দুই একটা প্রশ্ন করতে পারে। প্রসেডিউর স্ট্যাশনে এ যা যা থাকবেঃ
A) Board I এর Procedure station:
(Thorax, Head-Neck আর CNS-Eyeball এর টপিকগুলো এইখানে পাবে)
B) Board II এর Procedure station:
(Abdomen, Suprex আর Infrex এর টপিকগুলো এইখানে পাবে)
প্রসেডিউর স্ট্যাশন গুলো দেখে কিংকর্তব্যবিমূঢ় লাগতে পারে যে এসব তো পারিনা, জীবনে কখনো পড়ি নাই, বইয়ের কোথাও দেখি নাই, কিভাবে করবো! এগুলো আসলে জয়েন্ট আর জয়েন্টের মুভমেন্ট পড়ার সময় যা পড়েছো গ্রস এনাটমিতে ঐটারই এপ্লাইড ফর্ম।
সহজে আয়ত্বে আনার উপায় হচ্ছে – প্রথমে এখানের মুভমেন্ট গুলা নিজে করে দেখো যে কোন কোন জয়েন্ট ইনভলভ হচ্ছে। এরপর দেখো, ফ্লেক্সন নাকি এক্সটেনশন নাকি কম্বাইনড। এরপর ঐ মুভমেন্ট করার সময় কোন muscle কাজ করতেছে এটা দেখবা। খেলা শেষ! জয়েন্ট, জয়েন্টের মুভমেন্টগুলো ডিটেইলসে ভালোভাবে দেয়া আছে AK Datta র টেক্সট বই তে।
Procedure station এ, বিশেষত Board I এ, এক্সট্রা আরো কিছু আছে জয়েন্টের মুভমেন্ট বাদে, যেমন – Palpation of different pulses, Examination of integrity of nerve, Examination of extra-ocular muscle, palpation of cervical lymph node. এইগুলো্র জন্য পার্ফেক্ট হচ্ছে 3rd Year এর উপরের কোনো সিনিয়রের থেকে ডেমো নেয়া যিনি মেডিসিন ওয়ার্ড করেছেন। কেননা এইগুলো পড়ার থেকে পারফর্ম করতে শেখাটা বেশি গুরুত্বপুর্ন পরিক্ষার জন্য।
2) Dissection:
এটা ১০ মার্কের। গ্রস এনাটমি পড়ার সময় যা পড়েছো cadaver থেকে ঐগুলাই কাজে আসবে। না পড়ে থাকলে যারা পড়েছে এক্সামের আগে তাদের থেকে ডেমো নেয়া বেটার। আর অবশ্যই সরাসরি cadaver দেখে demo নিবে, নাহলে Theoretical জ্ঞান ১০০ পার্সেন্ট হইলেও cadaver এ মিলাইতে পারবা না সহজে। ডিসেকশন স্টেপ, muscle, artery, vein বা অন্য কোনো স্ট্রাকচার চেনাইতে বলতে পারে বা সরাসরি একটা স্ট্রাকচার দেখায়ে বলতে পারে এটা কি। ডিসেকশন স্টেপ Mannan থেকে দেখতে পারো।
A) Board I এর Dissection:
(Thorax, Head-Neck আর CNS & Eyeball এর টপিকগুলো এইখানে পাবে)
(Tap to Expand)
(Thorax, Head-Neck আর CNS & Eyeball এর টপিকগুলো এইখানে পাবে)
(Tap to Expand)
B) Board II এর Dissection:
(Abdomen, Suprex আর Infrex এর টপিকগুলো এইখানে পাবে)
(Tap to Expand)
(Abdomen, Suprex আর Infrex এর টপিকগুলো এইখানে পাবে)
(Tap to Expand)
3) Surface Anatomy:
এখানে দুইটা প্রশ্ন থাকে। একটা বড় কোনো Structure (যেমন হার্ট, Lung এসব) সাথে আরেকটা ছোট পয়েন্ট(যেমন Apex beat)। এর সাথে এইগুলার ক্লিনিকাল Importance জিজ্ঞাসা করতে পারে। সার্ফেস মার্কিং এর জন্য AK Datta র বইটা অথেনটিক, এটায় কোনো কিছু না পেলে তখন Vishram বা Mannan বা halim এই বই গুলা দেখতে পারো। আর ক্লিনিকাল importance তো গ্রস এনাটমির পড়া। পরিক্ষার আগে সম্ভব হলে রুমমেট এর উপর সার্ফেস মার্কিং প্রাক্টিস করে যাবে, তাহলে কনফিডেন্স পাবা।
AK Datta র বই থেকে তৈরি এই PDF গুলো দেখতে পারো চিত্রসহ আছেঃ
https://drive.google.com/open?id=1-BR7Kd5miAZvvNZMHPbfQtDe1QlYdDPz&usp=drive_fs
A) Board I এর সার্ফেস এনাটমিঃ
(Thorax, Head-Neck আর CNS & Eyeball এর টপিকগুলো এইখানে পাবে)
(Tap to expand)
(Thorax, Head-Neck আর CNS & Eyeball এর টপিকগুলো এইখানে পাবে)
(Tap to expand)
B) Board II এর সার্ফেস এনাটমিঃ
(Abdomen, Suprex আর Infrex এর টপিকগুলো এইখানে পাবে)
(Tap to expand)
(Abdomen, Suprex আর Infrex এর টপিকগুলো এইখানে পাবে)
(Tap to expand)
4. Radiology:
এখানে এনাটমি রিলেটেড রেডিওলজিক ইমেজ থাকবে, ওটা বর্ননা করতে হবে। আগে শুধু মাত্র X-Ray থাকলেও নতুন কারিকুলামে MRI আর CT Scan ও যোগ করা হয়েছে। এখানে Radiologic image ডেস্ক্রাইব তো করতে হয়ই, সাথে কোন কোন জয়েন্ট আছে, জয়েন্টের টাইপও জিজ্ঞাসা করে। ফার্স্ট প্রফের জন্য যতটুকু লাগে radiology র (Including CT & MRI), তা এই পিডিএফে কম্বাইন করা আছে বেসিকসহঃ
https://drive.google.com/open?id=1-ANqqoeSxlC-Lq6dhubBmAXlan_LEg3O&usp=drive_fs
A) Board I এর Radiology:
(Thorax, Head-Neck আর CNS & Eyeball এর টপিকগুলো এইখানে পাবে)
(Tap to expand)
(Thorax, Head-Neck আর CNS & Eyeball এর টপিকগুলো এইখানে পাবে)
(Tap to expand)
B) Board II এর Radiology
(Abdomen, Suprex আর Infrex এর টপিকগুলো এইখানে পাবে)
(Tap to expand)
(Abdomen, Suprex আর Infrex এর টপিকগুলো এইখানে পাবে)
(Tap to expand)
এই পোস্টটি দেখতে পারোঃ কচিকাঁচাদের Radiology
5. Lucky Slide:
প্রফে একটা সুবিধা হচ্ছে, Lucky slide এ আগের কারিকুলামের মতো আর ফিগার আঁকতে হয়না। মাইক্রোস্কোপের নিচে আইডেন্টিফাই করে আইডেন্টিফাইং পয়েন্টস লিখলেই শেষ! আমাদের সময়ের হিস্টোলজির ফটো আর আইডেন্টিফাইং পয়েন্টস এই পিডিএফ গুলোতে দেখতে পারো:
https://drive.google.com/open?id=1-CQZ-GoyTEUSFuQKRDEpKrCwEuVRpFxD&usp=drive_fs
A) Board I এর Lucky Slide:
(Thorax, Head-Neck আর CNS & Eyeball এর টপিকগুলো এইখানে পাবে)
(Tap to expand)
(Thorax, Head-Neck আর CNS & Eyeball এর টপিকগুলো এইখানে পাবে)
(Tap to expand)
B) Board II এর Lucky Slide:
(Abdomen, Suprex আর Infrex এর টপিকগুলো এইখানে পাবে)
(Tap to expand)
(Abdomen, Suprex আর Infrex এর টপিকগুলো এইখানে পাবে)
(Tap to expand)
6. Explanatory Figure:
এটা নতুন টপিক বলা যায়। আগে ছিলোনা। এখানে কয়েক ধরনের ফিগার দিবে। রেডিওলজির মতো বর্ননা করতে হবে। এবং ফারদার এক্সপ্লেইন করতে হবে কেনো এটা এমন বা এর কাজ কি বা এই রিলেটেড প্রশ্ন।
Explanatory figure এ ছবির টাইপ
যে টাইপের ছবি দেয়া হবে, ঐ অনুযায়ী এভাবে বর্ননা করতে হবেঃ
This is a
schematic diagram/photographic image/transmission electron micrograph
of “X”,
transverse section/vertical section/coronal section/viewed from front side/back side/above,
showing…..
এখন কথা হচ্ছে আমি এইগুলো পাবো কোথায় আর উত্তরই বা পাবো কোথায়?
Explanatory figure গুলো বোর্ড ওয়াইজ এই দুইটা পিডিএফে দেয়া আছেঃ
https://drive.google.com/open?id=1-dkvgb_lOUumtVBBmYfMq5KV58Q-6WG8&usp=drive_fs
এইগুলোর উত্তর পাবো কোথায়? একেবারে রেডিমেড উত্তর পাবে না কোথাও। এক্সপ্লানেটরি ফিগার এর ছবি গুলো মেইনলি নেয়া হয়েছে snell’s clinical anatomy, Junqueira আর Ross থেকে। Embryology র গুলা Langman থেকে। টেক্সট বইতে একটু খুজলেই পেয়ে যাবা কন্টেক্সটসহ। না পেলে চ্যাট জিপিটিতে ফটো আপ্লোড করলেই এক্সপ্লেইন করে দিবে।
A) Board I এর Explanatory Figure:
(Thorax, Head-Neck আর CNS & Eyeball এর টপিকগুলো এইখানে পাবে)
(Tap to expand)
(Thorax, Head-Neck আর CNS & Eyeball এর টপিকগুলো এইখানে পাবে)
(Tap to expand)
Histology Explanatory figure: (Epithelial Tissue, Integumentary system, Angiology & Lymphatic System)
B) Board II এর Explanatory Figure:
(Abdomen, Suprex আর Infrex এর টপিকগুলো এইখানে পাবে)
(Tap to expand)
(Abdomen, Suprex আর Infrex এর টপিকগুলো এইখানে পাবে)
(Tap to expand)
Prof Preparation:
মেডিকেল স্টুডেন্টদের কাছে প্রফ যেন এক আতঙ্কের নাম। আর সেটা যদি হয় Anatomy প্রফ। তাহলে তো কোনো কথা নাই। এতো vast সিলেবাস আর এতো সেগমেন্টে পরিক্ষা আর কোনো সাব্জেক্টে হয়না। ফিজিওলোজি আর বায়োকেমিস্ট্রির ব্যাপারে আগে বলি। এই দুইটাই তেমন কোনো ডিফারেন্স নেই। সারাবছর যা পড়া হয়েছে। ঐটা রিভিশন দিলেই শেষ। একেবারে বছরের শুরু থেকে ফিজিওলজির জন্য গাইডে আর বায়োকেমিস্ট্রির জন্য ABC তে যদি লেকচার স্লাইডের এক্সট্রা ইনফোগুলো নোট করে রাখা যায়, প্রফের আগে একটা বই পড়লেই হয়ে যায়। অনেকেই ভাইবা কার্ড খোজে এই দুই সব্জেক্টের। সেন্ট্রালি তেমন কোনো ভাইবা কার্ড নেই এই দুই সাব্জেক্টের জন্য। একেক মেডিকেলে একেক রকম। আর এই দুই সাব্জেক্ট এমন যে, ভাইবা কার্ড লাগারও কথা না প্রিপারেশন এর জন্য।
এবার আসি Mighty Anatomy প্রফের কথায়। এখানে ভাইবা কার্ড আছে, আর ভাইবা কার্ড গুলো অনেক in-depth অর্থাৎ নর্মালি পড়ার সময় আমরা যা পড়িনা এমন অনেক কিছুই ভাইবা কার্ড এ থাকে, যার কারণে ভাইবা কার্ড ফলো না করলে বিপদে পড়তে হতে পারে। ভাইবা হয় দুইটা বোর্ডে, দুইদিনে। প্রতিদিন একটা করে বোর্ড। বোর্ডের টপিকগুলো হচ্ছেঃ
![]()
যেদিন যে বোর্ড ঐদিন ঐ বোর্ডের ভাইবা + প্রাক্টিকাল এক্সাম থাকে। দুইটা কার্ড তোলানো হয়, একটা ভাইবার জন্য, আরেকটা প্রাক্টকালের জন্য। প্রাক্টিকাল কার্ড এর কথা এনাটমির প্রাক্টিকাল সেগমেন্টে আলোচনা করেছি। এখন আসি ভাইবার কথায়। ভাইবা কার্ডের pdf গুলো এখানে পাবেঃ (পরিক্ষায় যেমন ভাবে থাকে তেমন।)
https://drive.google.com/open?id=1-IJFuAixPkUqsaU9XvIPzbLKkxYCyMnV&usp=drive_fs
এই ভাইবা কার্ড থেকে সর্ট আউট করে টপিক ওয়াইজ প্রশ্ন সাজানো আছে এই পিডিএফ দুইটিতেঃ
https://drive.google.com/open?id=1-XbKNdZ5cQeMKXnSg0i9JeL25xIuDx-g&usp=drive_fs
গাইডে, AK Datta, Vishram Singh, Snell’s Clinical Anatomy, Junquiera, Ross, Langman, Moore এ টপিকওয়াইজ খুজলে সব কিছুর উত্তরই পেয়ে যাবা, আর না বুঝতে পারলে ChatGPT তে ask করতে পারো, বেশ সুন্দর ভাবেই এক্সপ্লেইন করে। আরেকটা জিনিস উল্লেখ্য যে Muscle Attachment এখন ফিতা দিয়ে স্কেলেটন এ দেখাতে হয়। তাই পড়ার সময় ইন্টারনেটে সার্চ দিয়ে স্কেলেটনে এটা কিভাবে থাকে তা দেখে নিলে সুবিধা হয়।
ক্লিনিকাল প্রশ্নের জন্য কি করবো?
ক্লিনিকাল প্রশ্নের জন্য বেশ কিছু বই আছে, যেমন Pretest, Case File (প্রত্যেক সাব্জেক্টের জন্য)। এইগুলোর পিডিএফ আমাদের গ্রুপে পেয়ে যাবা। কিন্তু এইগুলা আমাদের টিচাররা যেভাবে প্রশ্ন করেন ঐরকম স্পেসিফিক না, কারিকুলামের সাথেও মিল নাই তেমন, যারা অনেক এডভান্স জানতে চায় বা প্রাক্টিস করতে চায় তাদের জন্য। tbh, খুব বেশি enthusiastic না হলে কার্ড অনুযায়ী বা এক্সাম অনুযায়ী যা থাকে ঐগুলার কন্সেপ্ট ভালো থাকলেই পারা যায় সব। Gross Anatomy র জন্য Vishram এর ক্লিনিকাল বক্স। সময় থাকলে সাথে Snells clinical Anatomy র ক্লিনিকাল বক্স আর Moore’s Anatomy র ক্লিনিকাল বক্স দেখতে পারো। আর সময় না থাকলে Vishram is more than enough। Embryo র জন্য এর জন্য langman এর ক্লিনিকালই ইনাফ, সাথে চাইলে Keith L Moore এর embryo র ক্লিনিকাল গুলা দেখতে পারো।
আর ডিইউ এর আন্ডারে হলে ডিএমসি, এসএসএমসি এদের একই সেশনের টার্ম কার্ডের প্রশ্ন সল্ভ করা ফরজ!



